বিলাসবহুল ও অভিজাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বেন্টলি প্রথমবারের মতো মোটরবাইক তৈরি করেছে। ইতালির বিখ্যাত মোটরবাইক নির্মাতা প্রতিষ্ঠান ডুকাটির সহযোগিতায় দুটি মডেলের মোটরবাইক তৈরি করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটি। আর তাই বেন্টলির বিলাসবহুল গাড়ির মতোই তাদের মোটরবাইকে ব্যবহার করা হয়েছে চোখধাঁধানো ইতালীয় নকশা। ‘ডায়াভেল ফর বেন্টলি’ মডেলের মোটরবাইকটি ঘণ্টায় ১৬৭ মাইল গতিতে পথ চলতে পারে।
‘ডায়াভেল ফর বেন্টলি’ মডেলের মোটরবাইকটি মাত্র ৩ সেকেন্ডে ৬০ মাইল গতি তুলতে পারে। বেন্টলির বিলাসবহুল গাড়ি ‘বাটু’র সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে মোটরবাইকটি। প্রাথমিকভাবে এই মডেলের মাত্র ৫০০টি মোটরবাইক বাজারজাত করা হবে, যার দাম ধরা হয়েছে ৬০ হাজার পাউন্ড বা ৮২ লাখ ৮০ হাজার টাকা (প্রতি পাউন্ডের বিনিময় মূল্য ১৩৮ টাকা ধরে)। এ ছাড়া ‘ডায়াভেল ফর বেন্টলি মালিনার’ নামের আরেকটি মডেলের ৫০টি মোটরবাইক বাজারজাত করা হবে, যার দাম পড়বে ৭০ হাজার থেকে ৭৫ হাজার পাউন্ড (৯৬ লাখ ৬০ হাজার টাকা থেকে ১ কোটি ৩৫ লাখ টাকা)।