‘ভুল ভুলাইয়া’ ফ্রাঞ্চাইজির তৃতীয় সিকুয়েল ঘিরে নিত্যনতুন খবর উঠে আসছে। বেশ কিছুদিন ধরে খবর ছিল, এই ছবিতে কিয়ারা আদভানির জায়গায় সারা আলী খানের আবির্ভাব হতে চলেছে। কিন্তু এখনকার টাটকা খবর অনুযায়ী, আবার ‘ভুল ভুলাইয়া থ্রি’র নায়িকা বদল হতে চলেছে। এখন নাকি সারার পরিবর্তে তৃপ্তি দিমরিকে কার্তিক আরিয়ানের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে।
‘অ্যানিমেল’ ছবির মাত্র কয়েকটা দৃশ্যে অভিনয় করে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন তৃপ্তি। হাজার হাজার তরুণের রাতের ঘুম কেড়ে নিয়েছেন তিনি।