দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারই পেয়েছেন নাহিদা আক্তার। ২০২৩ এর নভেম্বরের মাসসেরা নারী ক্রিকেটার হয়েছেন তিনি। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে মাসসেরার পুরস্কার জিতেছেন নাহিদা।
নভেম্বরে বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তান নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল। সেই ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নিয়ে নাহিদা হয়েছিলেন সিরিজসেরা। সেই সিরিজে ৩.৪৩ ইকোনমিতে বোলিং করেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। শেষ ওয়ানডেতে ১০ ওভারে ৩ মেইডেন দিয়ে ২৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। তাতে নভেম্বরে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারি বোলারও হয়ে যান তিনি। মাসসেরার পুরস্কার জয়ী নাহিদা বলেন, ‘এই মুহূর্ত মনে রাখার মতো। এমন বিখ্যাত ক্রিকেট বিশেষজ্ঞদের থেকে স্বীকৃতি পাওয়া সত্যিই দারুণ কিছু। আইসিসির মাসসেরা নারী ক্রিকেটার আমার জন্য অনেক অনুপ্রেরণার উৎস।’