ভূমিকম্প মোকাবিলার প্রস্তুতি কি পরামর্শেই সীমাবদ্ধ থাকবে?

যুগান্তর ড. হারুন রশীদ প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩, ১৬:২৩

আবারও ভূমিকম্পে কাঁপল দেশ। গত ২ ডিসেম্বর রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এদিন সকাল ৯টা ৩৫ মিনিট ৩৩ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত হয়ে পড়েন নগরবাসী। আতঙ্কে অনেকে ভবন ছেড়ে বাইরেও বের হয়ে আসেন। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পরিমাপক কেন্দ্র থেকে ৮৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে লক্ষ্মীপুরের রামগঞ্জ অঞ্চলে।


অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুসারে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এ জোনে যে বিপুল শক্তি প্রায় হাজার বছর ধরে সঞ্চিত হয়ে আছে, তাতে যে কোনো সময় ৮ দশমিক ২ থেকে ৮ দশমিক ৯ মাত্রা পর্যন্ত ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us