কাপড় বেশি হয়ে গেলে যেভাবে গুছিয়ে রাখবেন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩, ২২:৫৫

অনেকে কম কাপড় দিয়ে সারা বছর চলতে পছন্দ করেন। আবার কেউ কেউ আলামরি বা ‘ক্লজেট’ ভরা কাপড় রাখতে পছন্দ করেন।


তবে কাপড় বেশি হলে গোছানো ও প্রয়োজনীয় কাপড় খুঁজে বের করা কষ্টকর।

অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়া


নিউ ইয়র্ক’য়ের ‘দ্যা থটফুল হোম’য়ের সহকারি প্রতিষ্ঠাতা ও  পেশাদার অর্গানাইজার রোজ পালভার বলেন, “ক্লজেট বা আলামারি গুছিয়ে রাখার প্রথম ধাপ হল অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়া।”


রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি আরও বলেন, “সব কাপড় নামিয়ে নিজেকে প্রশ্ন করতে হবে, কাপড়টা কি ভালো আছে? আপনি কি এটা পছন্দ করেন? এটা কি মাপে ঠিক আছে? এটা কি আরও পরতে চান? ইত্যাদি।”


এসব প্রশ্নের উত্তর খোঁজার পরে তা বাতিল হবে না আলমারিতে থাকবে তা নির্ধারণ করতে হবে।


পোশাক ছাড়াও পুরানো ও ভাঙা হ্যাঙ্গার ও ড্রাই ক্লিনিক ব্যাগ বাতিলের কথা ভুলতে চলবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us