ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের যোদ্ধারা অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করছেন— এমন কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। বিশেষ করে ইসরায়েলে এ ভিডিওগুলো ব্যাপকভাবে শেয়ার হচ্ছে।
তবে হামাসের যোদ্ধাদের আত্মসমর্পণের এ ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
রোববার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে বিবিসি বলেছে, একই ব্যক্তির (যোদ্ধার) আত্মসমর্পণের দুটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। এতে করে এটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।