টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ছয় মাসও বাকি নেই। অথচ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত শর্মা খেলবেন কি খেলবেন না-এটা নিয়ে ধোঁয়াশা এখনো কাটছে না। যদিও কাগজে কলমে রোহিত এখনো ভারতের তিন সংস্করণের অধিনায়ক।
রোহিতের নেতৃত্বে ভারত অ্যাডিলেডে ২০২২ এর ১০ নভেম্বর বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেয়। এরপর থেকে ১৩ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি ব্রাত্য। এই সময়ে ভারত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচ অধিনায়কের নেতৃত্বে খেলেছে ২৩ টি-টোয়েন্টি। ১৩ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ৫ ম্যাচ অধিনায়ক ছিলেন সূর্যকুমার যাদব, ৩ ম্যাচে রুতুরাজ গায়কোয়াড ও ২ ম্যাচে নেতৃত্ব জসপ্রীত বুমরা নেতৃত্ব দিয়েছেন। গত ১৩ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে থাকা ভারত জিতেছে ১৫ ম্যাচ, হেরেছে ৬ ম্যাচ,১টি করে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত ও টাই হয়েছে। যার মধ্যে গায়কোয়াডের নেতৃত্বে অক্টোবরে এশিয়ান গেমস জিতেছে ভারতীয় ক্রিকেট দল। সদ্য সমাপ্ত সূর্যর নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ভারত ৪-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তাতে পাকিস্তানকে ছাপিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়ে ভারত। রোহিতের অনুপস্থিতিতে গত ১৩ মাসে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজের পাঁচটি জিতেছে ভারত।