চলতি মৌসুমে অভিনব এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচ জেতা, এমনকি লিগ জেতাকেও অভ্যাস বানিয়ে ফেলা ম্যান সিটি চার ম্যাচ ধরে জয়হীন। চেলসি, লিভারপুল ও টটেনহামের সঙ্গে ড্র করার পর সর্বশেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে হেরেই বসে সিটি।
সেই ম্যাচের পর বেশ চাপেও পড়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা। সিটি কোচের ওপর চাপটা কেমন, তা বোঝা যাবে দুই দিন আগে করা গার্দিওলার এক মন্তব্যে। তিনি বলেছিলেন, ‘সম্ভবত প্রথমবারের মতো আমার এটা প্রমাণ করা জরুরি যে আমি একজন ভালো কোচ।’
এই চাপ নিয়েই আজ রাতে লুটন টাউনের মুখোমুখি হবে সিটি। অবনমন অঞ্চলের দল হলেও লুটনের বিপক্ষেও বাড়তি সতর্ক থাকতে হবে সিটিকে। এ ম্যাচে কোনোভাবে পা ফসকালে শিরোপা ধরে রাখার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়বে তারা।
এমনকি আজ রাতে যদি সিটি না জেতে, তবে ২০০৯ সালের পর প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো ৫ ম্যাচে জয়হীন থাকার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে ইতিহাদের ক্লাবটি। আর তেমনটা হলে সেটি গার্দিওলার জন্যও বেশ বিব্রতকর হবে। নিজের ক্যারিয়ারে লিগে কখনো এমন অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়নি এই স্প্যানিশ কোচকে।