ঘরের বারান্দায় বসে অঝোরে কাঁদছিলেন রাবেয়া আক্তার। একমাত্র ছেলে ও এক মেয়ের একসঙ্গে মৃত্যুর প্রসঙ্গ টেনে বিলাপ করতে করতে মূর্ছা যাওয়ার মতো অবস্থা তাঁর। বারবার বলছিলেন—‘রেলগাড়ি দেখার কত শখ ছিল, শখ পূরণ করতে গিয়েই আমার সন্তানদের প্রাণ গেল।’ এরপর বিলাপ করতে করতে বলতে থাকেন, ‘হায়রে, রেলগাড়ি দেখা হইল না আমার কলিজাগুলার।’
কক্সবাজারের চকরিয়ায় ঘর থেকে ট্রেন দেখতে বের হয়ে মহাসড়কে বাসের চাপায় মৃত্যু হওয়া দুই শিশুর বাড়িতে গিয়ে আজ শুক্রবার এই দৃশ্য চোখে পড়ে। গতকাল বৃহস্পতিবার মৃত্যু হয় উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার সৌদিপ্রবাসী নাছির উদ্দিন ও রাবেয়া আক্তারের দুই সন্তান আফিয়া জান্নাত (৮) ও আবদুর রহমানের (৬)।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে ইট বিছানো সড়ক বেয়ে পাঁচ মিনিট হাঁটাপথে সৌদিপ্রবাসী নাছির উদ্দিনের বাড়ি। একতলা বাড়িটির এখনো আস্তরণ দেওয়া হয়নি। বেলা তিনটার দিকে বাড়িটিতে গিয়ে কথা হয় পরিবারের সদস্যদের সঙ্গে।