‘ভগিনীরা! চক্ষু রগড়াইয়া জাগিয়া উঠুন, অগ্রসর হউন’-বাংলা ১৩৩৭ সালের আষাঢ়-শ্রাবণ সংখ্যা ‘মোয়াজ্জিনে’ প্রকাশিত ‘সুবহে-সাদিক’ প্রবন্ধে বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেনের আহ্বান।
এখন আমরা বাংলা ক্যালেন্ডারের ১৪৩০ সাল অতিক্রম করছি। বেগম রোকেয়ার এ আহ্বানের পর এক শতাব্দীর বেশি সময় অতিক্রান্ত হয়েছে। দেশে-বিদেশে নারীর জীবনে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু ‘জাগিয়া উঠা’ বা ‘অগ্রসর হওয়া’র প্রয়োজন এখনো ফুরায়নি। এ কারণেই রোকেয়া ক্ষণজন্মা ও সবসময় সমকালীন।