You have reached your daily news limit

Please log in to continue


নোটিফিকেশনের মাধ্যমে ফোন গ্রাহকদের ওপর নজরদারি: মার্কিন সিনেটর

পুশ নোটিফিকেশনের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীদের ওপর নজরদারি চালাচ্ছে একাধিক দেশের সরকার, এমনই সতর্কবার্তা দিলেন এক মার্কিন সিনেটর।

মার্কিন বিচার বিভাগের কাছে দেওয়া এক চিঠিতে ওরেগনের সিনেটর রন ওয়াইডেন বলেন, গুগল ও অ্যাপলের কাছে ডেটা চাচ্ছেন বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা। চিঠিতে এর বিশদ বিবরণ না থাকলেও বিভিন্ন দেশ কীভাবে নাগরিকদের ওপর নজরদারি চালায়, এর মাধ্যমে তার একটি নতুন উপায় স্পষ্ট হল বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

স্মার্টফোনে ব্যবহৃত প্রায় সকল অ্যাপেই পুশ নোটিফিকেশনের শব্দ বা দৃশ্যমান বার্তার মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন ঘটনা বা আপডেট সম্পর্কে সতর্ক করা হয়। তবে, বেশিরভাগ গ্রাহকেরই ধারণা নেই যে এ ধরনের প্রায় সকল নোটিফিকেশনই গুগল ও অ্যাপলের সার্ভার ঘুরে আসে।

এর মাধ্যমে কোনো অ্যাপ থেকে গ্রাহকের কাছে কী ধরনের ডেটা পাঠানো হয়, সে ব্যাপারে স্পষ্ট ধারনা লাভ করে মোবাইল অপারেটিং সিস্টেম সেবাদাতা কোম্পানি দুটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন