জেনারেটিভ এআই যেভাবে দক্ষ ডেভেলপারের ঘাটতি তৈরি করবে

আজকের পত্রিকা প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৩, ১৪:২৭

শিক্ষা, ব্যবসা–বাণিজ্য বা নতুন টুল তৈরির মত বিভিন্ন ক্ষেত্রে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এই প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে সফটওয়্যার ডেভেলপাররা নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে। জেনারেটিভ এআই প্রযুক্তি প্রবর্তনের ফলে কি প্রভাব পড়বে তা নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মত তৈরি গেছে।


প্রযুক্তি বিশ্লেষকদের অনেকে বলছেন, জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার হলে ডেভেলপারদের চাহিদা কমে যেতে পারে, তারা চাকরি হারাতে পারেন। এর বিপরীতে আরেক দল বিশ্লেষক বলছেন, এই প্রযুক্তির বিকাশের জন্যই ডেভেলপারদের প্রয়োজন হবে। কারণ, জুনিয়র ডেভেলপারদের বদলে শুধু এআইভিত্তিক মেশিনকে কাজ দেওয়া হলে সফটওয়্যারের উন্নয়নের জন্য প্রশিক্ষিত ডেভেলপার মিলবে না। আর ডেভেলপারদের দক্ষতা না বাড়লে এই প্রযুক্তি থমকে যাবে। তাছাড়া মানুষের মত বুদ্ধিমত্তা এখনো এআইয়ের তৈরি হয়নি। সেই পর্যায়ে কবে পৌঁছাবে তা নিয়েও সংশয় রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us