হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সানি দেওলের একটি ভিডিও। যেখানে দেখা গেছে, সানিকে মদ্যপ অবস্থায় রাস্তায় ঘুরতে। এই ভিডিও ভাইরাল হতেই সানিকে কটাক্ষ শুরু নেটিজেনদের। অনেকে বলে উঠলেন, ‘গদর ২’ ছবি হিট করার সানির নাকি মাথা খারাপ হয়ে গেছে।
সত্যিই কি মদ্যপ অবস্থায় রাস্তায় ঘুরেছেন সানি?
ভাইরাল হওয়া ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন সানি। সানির কথায়, ‘এসব ভুয়ো খবর ছড়ানো বন্ধ হোক। এটা একেবারেই একটা শুটিংয়ের জন্য। তাই অযথা এসব নিয়ে না খবর করাই ভালো!’