সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবনের পুনর্জন্ম হয়েছে ববি দেওলের। সিনেমাটি মুক্তির পর থেকে বিভিন্ন মানুষের থেকে পাচ্ছেন প্রতিক্রিয়া। তবে তার মধ্যে পরিবারের প্রতিক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি সাক্ষাৎকারে ববি জানিয়েছেন, তাঁর বাবা ধর্মেন্দ্র এবং তাঁর বড় ভাই সানি দেওল এখনো সিনেমাটি দেখেননি। কিন্তু, তাঁর মা দেখেছেন। এই ধরনের অ্যাকশন সিনেমা একেবারে পছন্দ করেননি তিনি।
পিঙ্কভিলার সঙ্গে কথা বলার সময় ববি জানিয়েছেন, তিনি করণ জোহরের ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’তে ধর্মেন্দ্রের চরিত্রের মৃত্যু সহ্য করতে পারেননি। তেমনই তাঁর মা ‘অ্যানিমেল’ সিনেমায় তাঁর চরিত্রের মরে যাওয়া দেখেও সহ্য করতে পারেননি।