হলফনামার তথ্য: বরিশালে জাহিদ ফারুক ও সাদিক আবদুল্লাহ, কার কত সম্পদ

প্রথম আলো প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৩, ১৮:০৮

গত পাঁচ বছরে বরিশাল-৫ (সদর) আসনের বর্তমান সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের আয় বেড়েছে প্রায় ৪০ গুণ। ঢাকায় তিনটি প্লট ও একটি ফ্ল্যাট বিক্রির অর্থ বিনিয়োগ করে তাঁর আয় বেড়েছে। তিনি এবারও এই আসনে আওয়ামী লীগের প্রার্থী। এ আসনের স্বতন্ত্র প্রার্থী ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আয় বেড়েছে প্রায় তিন গুণ। তবে তাঁর কাছে নগদ অর্থ রয়েছে দুই কোটি টাকার বেশি। তিনি বরিশাল সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র।


গত ২৮ নভেম্বর নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন জাহিদ ফারুক ও সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তাঁরা যে সম্পদ বিবরণী জমা দিয়েছেন, সেটার সঙ্গে এ দুজনের পাঁচ বছর আগে দেওয়া সম্পদ বিবরণীর তুলনামূলক বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।


প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে এবং একই বছরে সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us