দেশের অন্যতম সরবরাহ সেবা রেডএক্স এবং ব্যবসায়ীদের জন্য ই-কমার্স সাইট মোকামের মূল প্রতিষ্ঠান শপ-আপ চলতি বছর চার হাজার কোটি টাকা আয়ের মাইলফলক অর্জন করেছে।
এই আয় গত বছরের আয়ের তুলনায় দ্বিগুণ। আজ মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন শপ-আপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আফিফ যুবায়ের জামান। সম্মেলনে শপ-আপের প্রধান কৌশলগত উপদেষ্টা মেজর জেনারেল (অব.) হামিদ আর চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।