বিশ্বব্যাপী স্বাস্থ্যক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনের অগ্রগামী যাত্রায় ৬৩ বছর পূর্ণ করল আইসিডিডিআর,বি। কলেরার প্রকোপ রোধে ১৯৬০ সালের ৫ ডিসেম্বর ‘কলেরা রিসার্চ ল্যাবরেটরি’ হিসেবে যাত্রা শুরু হলেও বর্তমানে প্রতিষ্ঠানটি ডায়রিয়া, পোলিও, ধনুষ্টঙ্কারসহ বিভিন্ন রোগ নির্মূলে চিকিৎসা ও উদ্ভাবনে আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, কলেরার প্রকোপ রোধে ১৯৬০ সালের ৫ ডিসেম্বর তৎকালীন সাউথইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন (সিয়াটো) এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) সহায়তায় কলেরা রিসার্চ ল্যাবরেটরি (সিআরএল) হিসেবে এর যাত্রা শুরু হয়। পরে ১৯৭৮ সালে প্রতিষ্ঠানটির নাম হয় আইসিডিডিআর,বি।