বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার কাছে বাংলাদেশ সরকারের তথ্য চেয়ে অনুরোধের সংখ্যা বাড়ছে। সরকারের অনুরোধে মেটাও আগের চেয়ে বেশি সাড়া দিচ্ছে।
চলতি বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ সরকার মেটার প্ল্যাটফর্মগুলোর ব্যবহারকারী সম্পর্কে যেসব তথ্য চেয়েছে, তার ৬৭ শতাংশের বেশি ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সাড়া দিয়েছে।
পাশাপাশি ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের জুন সময়কালে বাংলাদেশের আইন লঙ্ঘনের অভিযোগে আড়াই হাজারের বেশি কনটেন্টে (আধেয়) ব্যবহারকারীর প্রবেশ সীমিত করেছে মেটা।