ভারতীয় একটি কফ সিরাপ খেয়ে ক্যামেরুনে অন্তত ছয় শিশুর মৃত্যুর হওয়ার পর ভারত সেই কফ সিরাপটি পরীক্ষা করে সেটিতে ‘অজ্ঞাত’ দোষ খুঁজে পেয়েছে বলে জানা গেছে।
কফ সিরাপটি নিয়ে তদন্ত সংশ্লিষ্ট দুইজন নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য দিয়েছেন। তারা জানান, মান যাচাইয়ের জন্য পাঁচটি নমুনা গ্রহণ করা হয়েছিল। তার মধ্যে অন্তত একটিতে কর্তৃপক্ষ মান সংক্রান্ত ‘অজ্ঞাত’ সমস্যা খুঁজে পেয়েছে।
গত বছর থেকে ভারতীয় যে তিনটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির ওষুধ সেবন করে গাম্বিয়া, উজবেকিস্তান ও ক্যামেরনে অন্তত ১৪১টি শিশুর মৃত্যু হয় তার একটি রিম্যান ল্যাবস।