রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে; যিনি ঋণের অর্থ শোধ করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে তার স্ত্রী দাবি করেছেন।
সোমবার সকাল ৮টার দিকে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাকির মোড় এলাকায় হরিজন পল্লীর বাসার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে রাজপাড়া থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।
মৃত ৪৫ বছর বয়সী রাজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের সুইপার ছিলেন।
রাজনের স্ত্রী রাখি রাণী জানান, তার স্বামী ‘মানব সেবা উন্নয়ন’ নামে একটি এনজিও থেকে ১ লাখ ৭০ হাজার টাকা ঋণ নেন। এর জন্য প্রতিমাসে তাকে দশ হাজার টাকা কিস্তি দিতে হতো। সোমবার কিস্তি দেওয়ার দিন ছিল। সেটা মিলিয়ে আরও সাতটি কিস্তি বাকি থাকলেও রাজনের হাতে কোনো টাকা ছিল না।