ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার শেখ হাসিনা

জাগো নিউজ ২৪ তাপস হালদার প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৬

মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কারে আরেকবার সম্মানিত হলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। জলবায়ুর বিরূপ ক্ষতিকর প্রভাব থেকে বিশ্বকে মুক্ত রাখতে বলিষ্ঠ কণ্ঠস্বর ও নেতৃত্বদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার’ অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত করা হয়।


গত ১ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ ২৮) জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি রাষ্ট্রদূত ডেনিস ফ্রান্সিস এবং আইওএম মহাপরিচালক অ্যামি পোপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদের কাছে অ্যাওয়ার্ড হস্তান্তর করেন। ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মান ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কারে ভূষিত হয়েছিলেন।


১৯৯২ সালে শুরু হওয়া জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন ‘কপ’ এবারই প্রথম তেল সমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী ঋষি সুনাক, যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ বিশ্বের দুইশত রাষ্ট্রের সরকার প্রধান কিংবা তাদের প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করেছেন।


এছাড়া জাতিসংঘ, বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক সংস্থা গুলোর শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন দেশ ও সংস্থার ৮৪ হাজারের বেশি অংশগ্রহণকারীদের মধ্যে আছেন সরকারি কর্মকর্তা,ব্যবসায়ী নেতা, বেসরকারি খাতের প্রতিনিধি, বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ, আদিবাসীও এনজিও প্রতিনিধিরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us