অক্টোবরের পর নভেম্বর মাসেও দেশের রপ্তানি আয় কমেছে। রপ্তানি কমার হার ৬ দশমিক শূন্য ৫ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ সোমবার এই পরিসংখ্যান প্রকাশ করেছে।
ইপিবির পরিসংখ্যান অনুযায়ী নভেম্বরে রপ্তানি হয়েছে ৪৭৮ কোটি ৪৮ লাখ ডলারের পণ্য। গত বছর একই মাসে যার পরিমাণ ছিল ৫০৯ কোটি ২৬ লাখ ডলার। তার আগের মাস অক্টোবরে রপ্তানি হয় ৩৭৬ কোটি ২০ লাখ ডলারের পণ্য, যা ছিল ২০২২ সালের একই মাসের চেয়ে ১৩ দশমিক ৬৪ শতাংশ কম। পরপর দুই মাস রপ্তানি আয় ঋণাত্বক হলো।