বিছানার চাদর সবচেয়ে বেশি ব্যবহার হয়। ফলে নোংরাও হয় দ্রুত। আর সাদা রঙের চাদর হলে তো কথাই নেই। দুইদিন ব্যবহার করতে না করতেই তা ময়লা হয়ে যায়।
তাই অনেকেই সপ্তাহে অন্তত তিন দিন চাদর ধুয়ে থাকেন। কিন্তু সেখানেও সমস্যা। ঘন ঘন ধোয়া হলে সাদা চাদর উজ্জ্বলতা হারাতে শুরু করে। লালচে ময়লা ভাব পরে যায়।
কী ভাবে যত্ন নিলে সাদা চাদরের ধবধবে ভাব বজায় থাকবে? চলুন জেনে নেই কিছু উপায়।
১. গরম পানি ব্যবহার
লোশন, ক্রিম বা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে ঘুমোতে যাওয়ার ফলে সেগুলো চাদরে লেগে যায়। শুকিয়ে গিয়ে চাদরে গভীর দাগের সৃষ্টি করে। চাদরের এই দাগ তুলতে ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি ব্যবহার করুন। ধোয়ার আগে গরম পানিতে কিছুক্ষণ চাদর ভিজিয়ে রাখুন। এতে চাদরের দাগ-ছোপ সহজেই দূর হবে।