জ্যাক গ্রিলিশ তখন অনেকটাই সামনে এগিয়ে গিয়েছেন, নিশ্চিত গোলের সুযোগ সামনে। ইতিহাদে ম্যানচেস্টার সিটির সমর্থকরা আছেন দুর্দান্ত জয়ের প্রতীক্ষায়। তখনই কিনা পেছন থেকে বেরসিকের মত বাঁশি বাজালেন রেফারি। খানিক আগেই আর্লিং হালান্ডের উপর করা ফাউলের বাঁশি বাজিয়েছেন তিনি। অথচ, অ্যাডভান্টেজ প্লে এর সুবিধা পেতেই পারতো সিটিজেন্সরা।
হালান্ড ক্ষুব্ধ হয়ে তর্কে জড়িয়েছেন মাঠে। হতাশ গার্দিওলা মাঠেই উল্টে পড়েছেন। ৩-৩ গোলের ড্রতে ম্যানসিটি যে বেশ হতাশ তা খুব স্পষ্টই বোঝা গেল। টানা তিন ম্যাচ তারা ড্র করলো এই নিয়ে। আর পয়েন্ট টেবিলেও নেমে গেল ৩য় স্থানে। অন্যদিকে টানা তিন হারের পর গতকালই পয়েন্টের দেখা পেয়েছে স্পার্সরা।