হনকাই: স্টার রেইল
এ বছর প্লে স্টোরে থাকা সেরা গেমের খেতাব জিতেছে ‘হনকাই: স্টার রেইল’। এটি হোইয়োভার্স স্পেস ফ্যান্টাসির রোল প্লেয়িং গেম। দুঃসাহসিক আর রোমাঞ্চে পরিপূর্ণ এ গেমে মহাকাশ অভিযানের বিভিন্ন অভিজ্ঞতা পাওয়া যায়।
ফারলাইট ৮৪
অ্যাকশন গেমটিতে বিভিন্ন চরিত্র নির্বাচন করে খেলা যায়। শুধু তা–ই নয়, পছন্দের আগ্নেয়াস্ত্র ব্যবহারের সুযোগ মেলায় গেমারদের কাছে খুবই জনপ্রিয় গেমটি।