যেসব পদ্ধতিতে শজনেপাতা গ্রহণ করা হচ্ছে
কাঁচা, রস করে, পাতার গুঁড়া চায়ের সঙ্গে মিশিয়ে, ডাল হিসেবে, শাক, সস, স্যুপ কিংবা সালাদ হিসেবে।
ডায়াবেটিসে শজনেপাতার ভূমিকা
খালি পেটে ও খাওয়ার ২ ঘণ্টা পর রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক রাখে।
যাঁরা ইনসুলিন ব্যবহার করেন, তাঁদের ইনসুলিনের পরিমাণ কমায়।
অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসরণ বাড়ায়।