দীর্ঘদিন ধরে লক্কর-ঝক্কর কোচ নিয়ে খুলনা-ঈশ্বরদী-চিলাহাটি রুটে চলাচল করছে রূপসা এক্সপ্রেস। চলতিপথে প্রায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ট্রেনটিতে। প্রতিদিন ২-৩ ঘণ্টা বিলম্বে চলাচল করছে ট্রেনটি। এতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
রোববার (৩ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, রূপসা আপ-ডাউন দুটি ট্রেন প্রায় তিন ঘণ্টা বিলম্বে চলাচল করছে। ঈশ্বরদী জংশনে ট্রেনটি প্রবেশের নির্ধারিত সময় ১১টা ২০ মিনিটে হলেও সেটি ১টা ৫মিনিটে স্টেশনে প্রবেশ করে। এরপর ট্রেনের প্রতিটি কোচ পর্যবেক্ষণ শুরু করেন পরীক্ষক (টিএক্সআর)। প্রায় ৫০ মিনিট ট্রেনের বগির চাকা, টুলবক্স, বাফোর, ব্যাকাম, এয়ার সিলিন্ডার, স্পিরিং, ব্রেকব্লক, সুইচবোর্ড, হোসপাইপ পরীক্ষা-নিরীক্ষা ও মেরামত শেষে দুপুর ২টার দিকে ট্রেন চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপরও যাত্রাপথে বিভিন্ন স্টেশনে ট্রেন থামার পর এটিকে মেরামত করতে হয়। পুরাতন ও চলাচলের অনুপযোগী কোচ দিয়ে ট্রেন চলাচলের কারণে যাত্রাপথে বিলম্ব হচ্ছে।