ইংল্যান্ডের ওয়ানডে দলে ছিল পালাবদলের সুর। বিশ্বকাপ স্কোয়াডের বেশ কয়েকজনকে বাদ দিয়ে নতুনভাবে শুরু করতে চেয়েছিলেন অধিনায়ক জস বাটলার। সেই শুরুটাতেই ধাক্কা দিয়েছে ক্যারিবিয়ানরা। হ্যারি ব্রুকদের ব্যাটে তিনশো ছাড়ানো পুঁজি গড়েছিল ইংল্যান্ড। সেই রান শেই হোপের আগ্রাসী সেঞ্চুরিতে পেরিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
রোববার রাতে অ্যান্টিগায় সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৪ উইকেটে। আগে ব্যাটিং বেছে সম্মিলিত প্রয়াসে ৩২৫ রানের বড় পুঁজিই পেয়েছিল ইংল্যান্ড। তবে সফরকারী বোলিং গুঁড়িয়ে আলিক আথানজের ফিফটি পর ৮৩ বলে অপরাজিত ১০৯ রানের ইনিংসে কাজ সেরে ফেলেন হোপ।