উদ্বোধনী দিনের শুরুতে চমক দিয়েছিলেন কপ প্রেসিডেন্ট লস এবং ড্যামেজ ফান্ড গঠনের সিদ্ধান্তের খবর দিয়ে। জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর জলবায়ু দেনদরবারকারীদের মধ্যে এক ধরনের বিজয়ের আমেজ দেখা গেল। তা অবশ্য হওয়ারই কথা। কারণ এই ফান্ড গঠন জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য এক ধরনের নৈতিক বিজয়।
গত তিন দিনের আলোচনায় অনেক বিষয়ে বিশ্ব নেতৃত্ব কথা বলেছেন। সবাই বাণী চিরন্তনী দিয়েছেন। সবার কথাতেই জলবায়ু পরিবর্তন অব্যাহত থাকার কারণে বৈশ্বিক তাপমাত্রার ক্রমাগত বৃদ্ধি ও গ্রিন হাউস গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণ করার মাধ্যমেই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমানোর একমাত্র সমাধান হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু আজকের আলোচনায় আমি লস এবং ড্যামেজ ফান্ড গঠন, অর্থ বরাদ্দ ও অর্থপ্রাপ্তির বিষয়ে কিছু জরুরি কথা বলে রাখতে চাই যা আমাদের সবার জন্য মনে রাখা এবং ওই অনুযায়ী ব্যবস্থা নিতে সহায়ক হয়।