ভারতে ৩০ নভেম্বর একসঙ্গে পাঁচ রাজ্যের ভোট শেষ হলো। রাজ্যগুলো হলো রাজস্থান, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও মিজোরাম। ইতিমধ্যে ভোটের ফলাফলও বের হয়েছে চার রাজ্যে।
ভোট হয়েছিল বিধানসভার (প্রাদেশিক পরিষদ) প্রতিনিধি বাছাইয়ের জন্য। কিন্তু এই নির্বাচনের ফল থেকে অনেকে ভারতের আগামী রাজনীতির ইঙ্গিতগুলোও শনাক্ত করতে চাইছেন। এখানে প্রশ্নোত্তরে সেই ইঙ্গিত খোঁজার চেষ্টা হয়েছে মূলত পরিসংখ্যানের ওপর ভিত্তি করে।