আজকাল অন্যতম প্রয়োজনীয় গ্যাজেট হয়ে দাঁড়িয়েছে এই ল্যাপটপ। পড়াশোনার জন্য হোক বা অফিসের কাজের সূত্রে অনেককেই ল্যাপটপ সঙ্গে নিয়ে বাড়ির বাইরে বের হতে হয়। ল্যাপটপ ব্যবহারে এটি অনেক বেশি নোংরা হয়ে যায়। অনেকেই নিয়মিত ল্যাপটপ পরিষ্কার করতে ভুলে যান।
জানেন কি, আপনার ল্যাপটপের স্ক্রিন এবং কিবোর্ডে টয়লেট সিটের সমান জীবাণু জমা হয়। এমনটাই জানাচ্ছেন গবেষকরা। তাদের মতে, মানুষের হাতের সব জীবাণু প্রতিদিন ল্যাপটপে যাচ্ছে। এই থেকেই শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই সঠিক সময়ে ল্যাপটপ পরিষ্কার করা প্রয়োজন। আপনার মনে হতেই পারে, ল্যাপটপ স্ক্রিন এবং কিবোর্ড পরিষ্কার করা খুব ঝমেলার কাজ।