শিশুর শরীর কেটে বা পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসা

প্রথম আলো প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯:২১

শিশুরা কোনো দুর্ঘটনার শিকার হলে ঘাবড়ে না গিয়ে মাথা ঠান্ডা রেখে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। দেখে নেওয়া যাক কিছু প্রাথমিক চিকিৎসার নিয়ম।


১. কেটে যাওয়া


পড়ে গিয়ে বা ধারালো কোনো জিনিসে শিশুর শরীরের কোথাও কেটে গেলে প্রথমে বাসায় সামলে নেওয়া যায়। তবে গভীর কাটা বা ক্ষত হলে এবং রক্তপাত বন্ধ না হলে তাৎক্ষণিক মেডিকেল ব্যবস্থাপনা লাগবে।


কী করা উচিত



  • ক্ষত গভীর হলে অ্যাম্বুলেন্স ডাকতে ডাকতে প্রাথমিক চিকিৎসা শুরু করুন।

  • কাটা স্থান পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার কাপড় বা গজ-ব্যান্ডেজ দিয়ে চেপে ধরুন।

  • কাটা স্থান ওপরের দিকে তুলে ধরুন, তাতে রক্ত কম ঝরবে।

  • রক্তপাত বন্ধ হলে নতুন ব্যান্ডেজে ওই স্থান মুড়িয়ে দিন।

  • রবার বা টরনিকেট পেঁচিয়ে না বাঁধাই ভালো


২. পুড়ে যাওয়া



  • শিশু মারাত্মকভাবে পুড়লে দ্রুত হাসপাতালে নিন।

  • পোড়া অংশ থেকে কাপড়চোপড় সরিয়ে নিন।

  • ব্যথা উপশম না হওয়া পর্যন্ত পোড়া অংশে ঠান্ডা পানি (বরফ না) ঢালুন।

  • পোড়া স্থান আলতোভাবে গজ-ব্যান্ডেজে ঢেকে দিন।

  • শিশুর জ্ঞান থাকলে ব্যথা কমাতে প্যারাসিটামল দেওয়া যাবে।

  • পোড়া স্থানে মলম, ঘি বা অন্য কিছু লাগাবেন না।

  • ফোসকা হলে ভাঙার চেষ্টা করবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us