হামাস ও ইসরায়েলের মধ্যে এক সপ্তাহ স্থায়ী যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর গাজায় নতুন করে শুরু হওয়া লড়াই দ্বিতীয় দিনে গড়িয়েছে।
মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, ইসরায়েলের বোমাবর্ষণের কারণে চলমান যুদ্ধবিরতির উদ্যোগ জটিল হয়ে পড়ছে।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজার দক্ষিণাংশের খান ইউনিস শহরের পূর্বাংশে তীব্র বোমাবর্ষণ করে ইসরায়েল। ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডুলি আকাশের দিকে উঠতে শুরু করে বলে শহরটিতে থাকা রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন।
শুক্রবার সন্ধ্যার দিকে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ইসরায়েলের বোমা হামলায় ১৮৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৫৮৯ জন আর ২০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।