মলের সঙ্গে রক্তপাত হওয়ার বিষয়টির সঙ্গে অনেকেই পরিচিত। তবে কমবেশি সবাই কোষ্ঠকাঠিন্য বা অর্শের সমস্যা ভেবে অবহেলা করেন। অথচ মলের সঙ্গে রক্তপাত ও মলত্যাগের অভ্যাসের পরিবর্তন কোলন ক্যানসারের বা মলাশয়ের ক্যানসারের উপসর্গ হতে পারে।
বৃহদান্ত্রের কোষগুলো অস্বাভাবিক হারে বেড়ে গেলে এই অসুখ বাসা বাঁধে শরীরে। অন্ত্রে দীর্ঘস্থায়ী কোনো মাংসল অংশ বেড়ে যাওয়া এই রোগের অন্যতম লক্ষণ।
অনিয়ন্ত্রিত মদ্যপান, ধূমপান, অস্বাস্থ্যকর খাবার ইত্যাদি কারণে কোলন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে তোলে। শুধু বয়ষ্করা নয়, এখন কমবয়সীরাও এই অসুখে আক্রান্ত হচ্ছেন। তবে কিছু উপসর্গ জানা থাকলে রোগের শুরুতেই চিকিৎসা করতে পারবেন ও দ্রুত সুস্থও হয়ে যাবেন।