পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সময়টা খুব খারাপ কাটছে। বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ দুই ম্যাচেই হেরেছে তারা। এর প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে দলটি।
২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাইয়ে চলতি মাসে দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে হারের পর আর্জেন্টিনার কাছে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে সেলেসাওরা।
এতে বৃহস্পতিবার সবশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে এমন বিব্রতকর অবনমন হয়েছে দলটির।
ব্রাজিলের বিপক্ষে ওই জয়ের আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। তবে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয় স্থানেও কোনো পরিবর্তন আসেনি, সেখানে আছে ফ্রান্স।
এক ধাপ করে এগিয়ে পরের দুটি স্থানে আছে ইংল্যান্ড ও বেলজিয়াম।