হোয়াটসঅ্যাপের জন্য আইপ্যাডে ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার শেষ হতে যাচ্ছে। কারণ হোয়াটসঅ্যাপে বিভিন্ন তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো বলেছে, আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপের ভার্সন বেটা টেস্টিংয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে।
টেস্টফ্লাইট হল অ্যাপলের মালিকানাধীন একটি ডেভেলপার টুল। যেখানে ডেভেলপাররা বেটা অ্যাপ্লিকেশন আপলোড করে। অ্যাপল স্টোরে আনুষ্ঠানিকভাবে আপলোড করার আগে গ্রাহকেরা এই প্ল্যাটফর্ম থেকে অ্যাপগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারে। আইওসের জন্য হোয়াটসঅ্যাপের টেস্টফ্লাইটের নতুন ভার্সনের সঙ্গে এবার আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপের ভার্সনও ছাড়া হয়েছে। তবে এই ভার্সন ব্যবহারের জন্য অল্প কিছু স্লট দেওয়া হয়। তাই খুব দ্রুতই স্লটগুলো পূর্ণ হয়ে যায়।