কাতারের মধ্যস্থতায় শুরু হওয়া যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা আজ বৃহস্পতিবার। ঠিক তার আগে ষষ্ঠ দফায় আরও ১৪ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। মুক্তি পাওয়াদের মধ্যে হামাস ১০ জন ইসরায়েলি ও চারজন থাই নাগরিক। এর আগে হামাস দুই রুশ নাগরিককেও ছেড়ে দেয়। বিপরীতে ইসরায়েলও ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হামাসের তরফ থেকে ষষ্ঠ দফায় আরও কয়েকজন জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে দুই পক্ষের মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, যে ১০ জন ইসরায়েলিকে ছাড়া হয়েছে, তাদের মধ্যে তিনজন জার্মানিরও নাগরিক। একজন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। একজন ইসরায়েলের পাশাপাশি ডাচ নাগরিক।