“বাসায় ফিরে আলিয়ার হাতে মার খেতে হয় কিনা– এই ভাবনায় ভীত হয়ে থাকতাম। ভয়ের কারণ একটাই, অর্জুন সিং চরিত্রের খোলস ছেড়ে বেরিয়ে আসাটা কঠিন হয়ে পড়েছিল। ‘অ্যানিম্যাল’ ছবির আগে এমন হিংস্র চরিত্রে কখনও অভিনয় করিনি। তার চেয়ে বড় বিষয়, এই চরিত্র এমনভাবে আত্মস্থ করেছিলাম যে শুটিংয়ের পরও আমার আমিকে খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছিল।”
ভারতীয় গণমাধ্যমে ‘অ্যানিম্যাল’ ছবির ‘অর্জুন সিং’ চরিত্রে অভিনয় নিয়ে এমনই স্বীকারোক্তি দিয়েছেন নন্দিত বলিউড তারকা রণবীর কাপুর। তাঁর কথায় এটা স্পষ্ট, এই ছবিতে এক চেনা তারকার অচেনা অবয়ব দেখতে পাবেন দর্শক। শুধু রণবীর কাপুরই নন, পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা ছবির বাকি চরিত্রগুলো নিয়েও অনেক নীরিক্ষা চালিয়েছেন, যাতে দর্শকের কাছে প্রতিটি চরিত্র বিশ্বাসযোগ্য এবং অভিনেতা-অভিনেত্রীদের তারা ভিন্ন অবয়বে আবিষ্কার করেন। যেমন ববি দেওলের কথাই ধরা যাক, বলিউড দুনিয়ায় যার পরিচিতি অ্যাকশন ছবির নায়ক হিসেবে। কিন্তু পরিচালক সন্দীপ তাঁর ‘অ্যানিম্যাল’ ছবিতে এ অভিনেতাকে উপস্থিত করেছেন খলচরিত্রে।