ইনস্টাগ্রামে পরিচিতদের কেউ ছবি, রিলস ভিডিও, স্টোরিজ এবং বার্তা পোস্ট করলে সেটির নোটিফিকেশন আসে। আর তাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকার সময় বারবার নোটিফিকেশন আসলে বিরক্ত হন অনেকে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা চাইলে ‘কোয়াইট মোড’ সুবিধা চালু করে সর্বোচ্চ ১২ ঘণ্টা পর্যন্ত নোটিফিকেশন আসা বন্ধ করতে পারেন। ইনস্টাগ্রামে নোটিফিকেশন আসা বন্ধের পদ্ধতি দেখে নেওয়া যাক।
ইনস্টাগ্রামে নোটিফিকেশন আসা বন্ধের জন্য প্রথমে ইনস্টাগ্রামের প্রোফাইল ছবিতে ট্যাপ করে ওপরে থাকা তিনটি রেখা মেনুতে ক্লিক করতে হবে। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে ‘হাউ ইউ ইউজ ইনস্টাগ্রাম’ অপশনের নিচে থাকা ‘নোটিফিকেশন’ ট্যাপ করে ‘কোয়াইট মোড’ নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠায় কোয়াইট মোডের পাশে থাকা টগলটি চালু করলেই সময় নির্ধারণের অপশন দেখা যাবে। এবার নোটিফিকেশন বন্ধের শুরু এবং চালুর সময় নির্ধারণ করে দিলেই নির্দিষ্ট সময় পর্যন্ত ইনস্টাগ্রামে কোনো নোটিফিকেশন দেখা যাবে না।