এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া—ইউরোপের বাল্টিক অঞ্চলের এ তিন দেশ অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপের (ওএসসিই) মন্ত্রীপর্যায়ের একটি বৈঠক বর্জনের ঘোষণা দিয়েছে। দেশ তিনটির সরকার জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে আমন্ত্রণ জানানোয় তাদের পররাষ্ট্রমন্ত্রীরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন না।
বাল্টিক অঞ্চলের তিন দেশ গতকাল মঙ্গলবার একটি যৌথ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কপিয়েতে আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হবে ওএসসিইর ৩০তম মন্ত্রিপর্যায়ের বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ।