১ম, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে নতুন পাঠ্যক্রম: অপ্রস্তুত উত্তরের বহু শিক্ষক-শিক্ষার্থী

আজকের পত্রিকা প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩, ১৩:০০

চলতি বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদানে ব্যাপক পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। এই তিন শ্রেণিতে বছরজুড়ে পড়ানো হচ্ছে নতুন কারিকুলাম অনুযায়ী। ক্লাসে এখন ছোট ছোট গ্রুপ তৈরি করে দলগতভাবে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা হাতে-কলমে কাজের মাধ্যমে জ্ঞান আহরণ করছে। তবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষার্থীদের নেই গতানুগতিক পড়াশোনা, মুখস্থ করা কিংবা বাড়ির কাজ।


বছরের শুরু থেকেই নতুন এই শিক্ষা পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়েছেন অভিভাবকেরা। ধারণা না থাকায় অধিকাংশ অভিভাবক এই কারিকুলাম সম্পর্কে অভিযোগ তুলেছেন। তাঁদের সবচেয়ে বড় অভিযোগ, এসব শ্রেণির শিক্ষার্থীরা স্কুলে নিয়মিত হলেও বাড়িতে তেমন কিছুই পড়ছে না। শিক্ষার্থীরা স্কুলে যা শিখছে, বাড়িতে এসে যা করছে, সেগুলো পড়াশোনার পর্যায়ে পড়ে বলে মনে করছেন না অভিভাবকেরা। এ নিয়ে নতুন এই শিক্ষাক্রম বাতিলের দাবিও জানিয়েছেন তাঁরা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us