কী সুন্দর সকাল! কিন্তু বিকেলটা যে কুৎসিত হবে, কে জানত? যেখানে ৮০ রান তুলতেই গেল শেষের পাঁচ উইকেট। তবু ধন্যবাদটা তাইজুল-শরিফুল পেতেই পারেন। ধস নামার পর তাদের ব্যাটিং দৃঢতায় অন্তত গুটিয়ে যায়নি বাংলাদেশের প্রথম ইনিংস। ৯ উইকেটে ৩১০ রান জমা করে দিনটা শেষ করেছে স্বাগতিকরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের প্রথম দিনটি তাই ভালো-মন্দেই কেটেছে বাংলাদেশের। তবু প্রথম দিনটা মাহমুদুল হাসান জয়ের জন্য আফসোসের হয়ে থাকবে। অল্প দিনের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েও পাওয়া হয়নি তাঁর। ১৪ রানের জন্য হয়নি শতকটা। তার আগেই ইশ সোধির ফাঁদে পা দেন জয়। তাঁর ঝুলিয়ে দেওয়া বল সামনে একটু এগিয়ে ডিফেন্স করার চেষ্টা করেন। কিন্তু বল টার্ন করে ব্যাটের কানা দিয়ে চলে যায় স্লিপ ফিল্ডারের হাতে। মাটিতে পড়ার আগেই সেটি তালুবন্দি করেন ড্যারেল মিচেল। আর জয়কে থামিয়ে দিয়ে ম্যাচের ছন্দে হেরফের করে দেন কিউইরা। এর পর আর কেউ তাঁর সমান বা ধারেকাছেও যেতে পারেননি।
২০২১ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল জয়ের। এর পর থেকে আজ পর্যন্ত ১০ ম্যাচের ১৭ ইনিংসে ব্যাটিং করেছেন, যেখানে কোনোবারই নিজের উইকেট জিইয়ে রাখতে পারেননি। এর মধ্যে ৩১.৮৮ গড়ে ৫৪২ রান হয়ে গেল তাঁর। করেছেন চারটি হাফ সেঞ্চুরিও। তবে শতকটা আরেকটি বেশি হলে হয়তো বেশি আনন্দিত হতে পারতেন। তা ছাড়া নিউজিল্যান্ডের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে যদি সেঞ্চুরি হতো, তাহলে তো কথায়ই ছিল না। যাক, হয়তো প্রথম ইনিংসের ভুল শুধরে দ্বিতীয় দফা একটা চেষ্টা করবেন জয়।