ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনীর (জিইউআর) প্রধানের স্ত্রীর শরীরে বিষপ্রয়োগের ঘটনা ঘটেছে। তাকে একটি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার জিইউআরের মুখপাত্র আন্দ্রি ইউসভ এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
ইউসভ জানান, গোয়েন্দা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল কিরিলো বুদানভের (৩৭) স্ত্রী মারিয়ানা বুদানভার (৩০) শরীরে ভারী কোনো ধাতু দিয়ে বিষ প্রয়োগ করা হয়েছে। এছাড়া বাহিনীর আরও বেশ কয়েকজন সদস্যের মধ্যে বিষক্রিয়ার হালকা লক্ষণ দেখা গেছে।