পেনাংয়ে ভবনধস: ৩ বাংলাদেশি নিহত, ২ জন আহত, ৪ জন ভেতরে

বার্তা২৪ প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৩৭

মালয়েশিয়ার পেনাং শহরে এক ভয়াবহ ভবন ধসে এখন পর্যন্ত ৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ২ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এছাড়াও উদ্ধারকারী দল ধারণা করছে ৪ জন ধসে যাওয়া ভবনের ভেতর আটকা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।


গত মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে এই ভবনধস ঘটে। পেনাং উপ পুলিশ প্রধান ডেপুটি কমান্ডার দাতুক মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মদ বলেন, ভবনের ভেতর ৯ জন আটকে ছিল। এর মধ্যে ৫ জনকে খুঁজে পাওয়া গেছে। 


ঘটনাস্থালে ১৪ টন ওজন এবং ১২ মিটার দৈর্ঘ্যের একটি স্তম্ভ আরো ১৪টি স্তম্ভের ওপর ধসে পড়লে ভবনটি ধসে যায়। নির্মাণস্থানটিতে ১৮ জন শ্রমিক ছিলেন। তার মধ্যে ৯ জন ওই সময় নামাজ পড়তে যান বলে জানান তিনি। 


উপ পুলিশ প্রধান আরো জানান, এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। দুজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজন হাসপাতালে পৌঁছালে মৃত্যুবরণ করেন। গুরুতর আহত আরো ২ জনকে পেনাং হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us