ধসে পড়া টানেলের ধ্বংসস্তূপের নিচে ১৬ দিন ধরে আটকা ৪১ শ্রমিককে উদ্ধারের দ্বারপ্রান্তে পৌঁছেছেন ভারতীয় কর্মকর্তারা। উদ্ধার তৎপরতায় বিভিন্ন ধরনের বিপত্তির পর মঙ্গলবার টানেলে শ্রমিকদের অবস্থানের কাছাকাছি ধ্বংসস্তূপ সরিয়ে পাইপ স্থাপনের কাজ সম্পন্ন করেছেন উদ্ধারকারীরা। মঙ্গলবার ভারতীয় কর্তৃপক্ষ টানেলে আটকা শ্রমিকদের উদ্ধারের বিষয়ে এই তথ্য জানিয়েছে। তারা বলেছেন, আর কয়েক ঘণ্টার মধ্যে টানেল থেকে একের পর এক শ্রমিককে উদ্ধার করা হবে।
পাথর কেটে তৈরি করা পথ দিয়ে শ্রমিকদের বের করে আনার পর নিরাপদে হাসপাতালে নেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সকে পরীক্ষামূলকভাবে টানেলের মুখে পাঠানো হয়েছিল। এর মাধ্যমে টানেলে আটকা শ্রমিকদের কাছে কতদূর পর্যন্ত অ্যাম্বুলেন্স যেতে পারবে তা পরীক্ষা করা হয়। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে ৫৫ মিটারেরও বেশি খনন করেছেন। উদ্ধারের অপেক্ষায় থাকা শ্রমিকদের থেকে আর মাত্র কয়েক মিটার দূরে রয়েছেন টানেলের গায়ে খননকারীরা।