বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গ্রেপ্তার হন ২ নভেম্বর। পরদিন ঢাকার সিএমএম আদালত জামিন আবেদন নাকচ করে তাঁকে ছয় দিনের রিমান্ডে দেন।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আমীর খসরুর জামিন আবেদন করা হয়েছে ৮ নভেম্বর। আইনজীবী সূত্রে জানা গেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাঁর জামিন শুনানি হতে পারে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) আমীর খসরুর মতো বিএনপির কেন্দ্রীয় নেতাদের জামিন আবেদন নাকচ হওয়ার পর তাঁরা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে যাচ্ছেন। সেখানে জামিন শুনানির দিন পড়ছে কয়েক সপ্তাহ পর।