ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি দুই দিন বাড়ানো হবে বলে এ দুই পক্ষের মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারির এক বিবৃতির বরাত দিয়ে আজ সোমবার রাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
মাজেদ আল আসারি এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, 'কাতার ঘোষণা করছে যে, চলমান মধ্যস্থতার অংশ হিসেবে, গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতি আরও দুই দিন বাড়াতে একটি চুক্তিতে পৌঁছেছে।'