ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১১ নভেম্বর মৃত্যু হয় মাহাদিয়াত রহমানের। গতকাল রোববার সকালে তাঁর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ফেনী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন মাহাদিয়াত। মেয়ের ফলাফল দেখে কান্নায় ভেঙে পড়েন মা-বাবা ও পরিবারের সদস্যরা।
মাহাদিয়াতের বাবা মিজানুর রহমান ফেনীর সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা। পারিবারিক সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষা শেষে ঢাকায় থেকে মেডিকেল কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন মাহাদিয়াত। ৭ নভেম্বর জ্বরে আক্রান্ত হলে তিনি ঢাকা থেকে ফেনীতে চলে আসেন। ৯ নভেম্বর তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। এরপর এক চিকিৎসকের তত্ত্বাবধানে ফেনী সদরে নিজ বাড়িতে থেকে মাহাদিয়াতের চিকিৎসা চলছিল। ১০ তারিখ রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরদিন সকাল ১০টার দিকে তাঁকে ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর ঘণ্টাখানেক পরই তাঁর মৃত্যু হয়।