আসাদুজ্জামান নূর ও মমতাজের পর এবার নৌকা প্রতীক নিয়ে লড়বেন ফেরদৌস

প্রথম আলো প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩, ০০:৪১

তফসিল ঘোষণার পর নির্বাচনী দৌড়ে শামিল হন চলচ্চিত্র, টেলিভিশন নাটক ও সংগীতাঙ্গনের বেশ কয়েকজন তারকা। এর আগে কোনো নির্বাচন নিয়ে তারকাদের এমন আগ্রহ দেখা যায়নি। রাজধানী ঢাকারনির্বাচনী আসন–১০ ও ১৮ থেকে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ যেমন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন, তেমনি বাগেরহাট-৩ থেকে নিয়েছিলেন আরেক নায়ক শাকিল খান। নতুন প্রজন্মের তারকারাও পিছিয়ে ছিলেন না। বেশ কিছুদিন ধরে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠা মাহিয়া মাহিও দিনাজপুর থেকে মনোনয়ন ফরম নিয়েছিলেন।


এ ছাড়া বরিশাল–৩ থেকে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল, ফেনী–৩ থেকে অভিনেত্রী রোকেয়া প্রাচী ও শমী কায়সার, ঢাকা–৮ থেকে গায়ক এস ডি রুবেল, ঝিনাইদহ-১ থেকে চিত্রনায়িকা শিমলা এবং ঢাকা–১৭ ও টাঙ্গাইল-১ থেকে অভিনেতা সিদ্দিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন। শেষ পর্যন্ত নতুনদের মধ্যে নৌকার হয়ে ঢাকা–১০ আসন থেকে নির্বাচনে লড়ার অনুমতি পেয়েছেন একমাত্র চিত্রনায়ক ফেরদৌস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us