গ্রাফিকস কাজের জনপ্রিয় সফটওয়্যার ফটোশপ, প্রিমিয়ার প্রো, ইনডিজাইনসহ অ্যাডোবির তৈরি বিভিন্ন সফটওয়্যারে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)। সফটওয়্যারগুলোতে থাকা নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরির পাশাপাশি সাইবার হামলা চালাতে পারে। আর তাই এ বিষয়ে ব্যবহারকারীদের জন্য উচ্চ মাত্রার সতর্কতাও জারি করেছে সংস্থাটি।
অ্যাডোবির তৈরি যেসব সফটওয়্যারে নিরাপত্তাত্রুটি পাওয়া গেছে, সেগুলো হলো ‘ফটোশপ ২০২৩ ২৪.৭.১’, ‘ফটোশপ ২০২৪ ২৫.০’, ‘প্রিমিয়ার প্রো ২৪.০’, ‘প্রিমিয়ার প্রো ২৩.৬’, ‘ইনডিজাইন আইডি ১৮.৫’, ‘ইনডিজাইন আইডি ১৭.৪.২’, ‘অ্যাক্রোব্যাট ডিসি ২৩.০০৬.২০৩৬০’, ‘অ্যাক্রোব্যাট রিডার ডিসি ২৩.০০৬.২০৩৬০’, ‘অ্যাক্রোব্যাট রিডার ২০২০ ২০.০০৫.৩০৫২৪’, ‘অ্যাক্রোব্যাট ২০২০ ২০.০০৫.৩০৫২৪’, ‘কোল্ড ফিউশন ২০২৩ আপডেট ৫’, ‘কোল্ড ফিউশন ২০২১ আপডেট ১১’, ‘ব্রিজ ১৩.০.৪’, ‘ব্রিজ ১৪.০.০’, ‘ইনকপি ১৮.৫’, ‘ইনকপি ১৭.৪.২’, ‘আফটার ইফেক্টস ২৪.০.২’, ‘আফটার ইফেক্টস ২৩.৬’, ‘রোবোহেল্প সার্ভার আরএইচএস ১১.৪’, ‘ফ্রেমমেকার পাবলিশিং সার্ভার ২০২২’, ‘অ্যানিমেট ২০২৩ ২৩.০.২’, ‘ডাইমেনশন ৩.৪.৯’, ‘মিডিয়া একনোড ২৪.০.২’, ‘মিডিয়া একনোড ২৩.৬’, ‘অডিশন ২৪.০’এবং ‘অডিশন ২৩.৬.১’।